মোঃ আনিসুর রহমানঃ
মসজিদ ফাঁকা না রেখে মুসলিমদের নামাজ আদায়ের আহবান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, ধর্ম অনুশীলনে মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়। ধর্মীয় ভাবাপন্ন হলে মানুষের মন কলুষমুক্ত হয়। মানুষ তখন পারস্পরিক বিভেদ ভুলে মানবতার সেবায় এগিয়ে আসে। আর নামাজ মানুষের মনকে শীতল করে। দেশবাসী নামাজ আদায় করলে তারা নরম মনের অধিকারী হবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ দেশ। এদেশের সামগ্রিক উন্নয়নে সকল ধর্মের মানুষের অবদান রয়েছে। বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহারের ওপর উপদেষ্টা গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন’র সভাপতিত্বে ও ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফছার উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন প্রমুখ। মসজিদ উদ্বোধনের পর যোহরের নামাজ আদায় করেন ধর্ম উপদেষ্টা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।