মোঃ আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাউয়েট প্লাজায় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ, দোয়া মাহফিল, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি এবং শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার এর আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল শওকত হুসেন পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল কেএফএ সোহেল (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. নূরুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঞাঁ, প্রক্টর ইঞ্জিনিয়ার ড. মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা মাছুদার রহমান, বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীদের ক্লাস প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বাউয়েট প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্লাজাতে এসে শেষ হয়। এছাড়া ফ্যাকাল্টি এন্ড অফিসার্স পয়েন্টে দিনব্যাপী আয়োজিত জব ফেয়ারে চাকরিদাতা পনেরোটি প্রতিষ্ঠান অংশগ্রহণে, শেষ বর্ষের শিক্ষার্থীদের মাঝে কুইজ কনটেস্ট এর আয়োজন করা হয় এবং চাকুরীপ্রার্থী শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha