ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মার চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মার চর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চরের স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে; তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।