আজকের তারিখ : এপ্রিল ৫, ২০২৫, ৯:২৪ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৪, ২০২০, ১০:০৫ পি.এম
আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন আটজন

দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত পৌরসদরের বিলাসী কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আট সদস্যের প্রাথমিক তালিকা তৈরি করা হয়। সভায় সিদ্ধান্ত হয় শনিবার উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বসে ওই আট সদস্যের প্রাথমিক তালিকা থেকে তিনজনের নাম চূড়ান্ত করেজেলা আওয়ামী লীগের কাছে পাঠানোর জন্য।
[caption id="attachment_929" align="alignnone" width="1000"]
বোয়ালমারী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ে বোয়ালমারী উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা।[/caption]
পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন ও সৈয়দ রাসেল রেজা, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ড সভাপতি, সম্পাদকসহ অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
এই পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন বর্তমান মেয়র মো. মোজাফফার হোসেন বাবলু, আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি হাসানুজ্জামান মিয়া মুকুল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপন মিয়া, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. লিটন মৃধা, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাবেক ছাত্রনেতা বিমান রায়, যুবলীগ নেতা মো. মাসুদুর রহমান, পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সাফু এবং উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. সোলায়মান মোল্যা।
পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্যা বলেন, দলের সিনিয়র নেতাদের সংঙ্গে কথা বলে তিনজনের নামের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha