গোলাম মোর্তবা শিকদার রিজুঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের তীলকচাঁদপুর গ্রামে পূর্বশত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় ২নারীসহ ৫জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আহতের পরিবার জানান, উপজেলার নবাবপুর ইউনিয়নের তীলকচাঁদপুর গ্রামে শনিবার সকাল ১০ টায় একই গ্রামের আব্দুল্লাহ কাজীর ছেলে মতিন কাজী, সালাম কাজী, অহিদুজ্জাম কাজী, হাশিম কাজীর ছেলে আহসান হাবিব, সালাম কাজীর ছেলে সালমান কাজী, মেছোয়াঘাট গ্রামের সুবাহান ফকিরের ছেলে শানু ফকির, নাহিদ ফকিরসহ ১০/১২ জন আব্দুল মোতালেবের বাড়ীতে দেশীয় অস্ত্রসত্রে সজ্জিত হয়ে বেআইনি ভাবে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা করে এর প্রতিবাদ করায় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও বাশের লাঠি, কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আব্দুল মোতালেবেে ছেলে ওমর ফারুক( ২৬) , রুবেল (৩৫) , মান্নান, ওমর ফারুবের স্ত্রী সাথী বেগম (২৫) ও রুবেলের স্ক্রী মীরা বেগমকে আহত করে।
আহতদের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে আহতদের প্ররিবারের সকলের প্রাননাশের হুমকি দেয়াসহ রাজবাড়ী আদালতে থাকা মামলা তুলে নিতে বলে চলে যায়। আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্য ২জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫