ওবায়দুল হক মানিকঃ
সংযুক্ত আরব আমিরাতে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকালে আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। মিশনে অস্থায়ী শহীদ বেদীতে প্রবাসী বাংলাদেশি ও মিশনের কর্মকর্তাদের পরিবারকে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রদূত তারেক আহমেদ তাঁর বক্তব্যে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ এবং ১৯৭১ সালের ২৪ জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি উপস্থিত সকলকে দেশের সব অবস্থায় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।
পরে মহান ভাষা আন্দোলনের শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ১৯৭১ সালের ২৪ জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha