ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে (২১শে ফেব্রুয়ারী) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই বরাবরের মত একুশের প্রথম প্রহরে উপজেলা চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তি যোদ্ধা, বাংলাদেশ পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা কৃষি অফিস, দলিল লেখক সমিতি ও উপজেলার প্রেসক্লাব গুলো।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরে শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, জামায়াতে ইসলামীর আমীর জি,এ,এম অধ্যাপক আব্দুল আওয়াল, নায়েবে আমীর আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ আলফাজ উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার খন্দকার সাগর আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা বরেন্দ্র সহকারী প্রকৌশলী জি এফ এম হাসানুল ইসলাম (ফারুক), উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক) শাহাজান আলী।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha