মোঃ আসাদুর রহমান হাবিবঃ
সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। দিবসটিতে ১৯৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি পুষরপার্পন, প্রভাতফেরি আলোচনাসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পার্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমালের নেতৃত্বে উপজেলা প্রশান। এরপর একে একে পুষ্পার্পন করেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্ব পৌরসভা, ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল এর নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সহসভাপতি নজমুল হক নাজিম, আব্দুল মজিদ মন্ডল এর নেতৃত্বে উপজেলা বিএন পি, পৌর বিএনপি সভাপতি আবুল বাশার ও সহসভাপতি খন্দকার আলাউদ্দিন সহসভাপতি আসলাম সরকারের নেতৃত্বে পৌর বিএনপি, যুবদলের আহবায়ক আবু সাইদ, যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল ও সদস্য সচিব মাহবুব আলম মিলনের নেতৃত্বে যুবদল এবং ছাত্রদলের আহবায়ক জিয়াবুরের নেতৃত্বে ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ বেদিতে পুষরপার্পন করেন।
এছাড়া সূর্যদয়ের সাথে সাথে প্রভাত ফরি ও পুষ্পার্পন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পুষ্পার্পন শেষে নিজ নিজ প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha