সোলায়মানঃ
টাংগাইলের নাগরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেছে মামুদনগর ইউনিয়ন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও কলমাইদ ৬নং ওয়ার্ড বিএনপি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নাগরপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়ন জাসাসের আহ্বায়ক মো জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ উম্মত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কলমাইদ ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুর আলী ও সাংগঠিক সম্পাদক মোঃলালচান মিয়া এবং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বাতেন মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, “ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। একুশের চেতনা হৃদয়ে ধারণ করে আমরা গণতন্ত্র ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় কাজ করে যাব।”
এছাড়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha