মোঃ রনি আহমেদ রাজুঃ
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন এর সারঙ্গদিয়া এলাকা থেকে দেশীয় অস্ত্র ও কাটা গাছ উদ্ধার।
বৃহস্পতিবার রাত ২৩:০০ ঘটিকার সময় সেনা ক্যাম্পে গোপন সংবাদ আসে ২৫ থেকে ৩০ জনের দুর্বৃত্তের একটি দল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সারঙ্গদিয়া গরুর হাটের পাশে সরকারী জমি থেকে রাতের আাধারে গাছ কেটে নিয়ে যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এবং পুলিশের একটি দল মিলে যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত যৌথ অভিযানের উপস্থিত টের পেয়ে দুর্বৃত্তের দল তৎক্ষণাৎ উক্ত স্থান ছেড়ে পালিয়ে যায়। উক্ত স্থান হতে দেশীয় পাইপ গান ২ টি,পাইপ গানের অতিরিক্ত ব্যারেল ০১ টি,অবৈধ কাঠ ২ ভ্যান,গাছ কাটার করাত ০২ টি, গাছ কাটার কুড়াল ০১ টি,গাছ কাটার দা ০৪ টি,রিং রেঞ্জ ০৪ টি উদ্ধার করা হয়।
বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের কাছে উক্ত অভিযান বিষয় জানতে চাইলে, তিনি সময়ের প্রত্যাশাকে বলেন আমাদের কাছে সংবাদ আসে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সারঙ্গদিয়া গরুর হাটের পাশে সরকারী জমি হতে রাতের আধারে দুর্বৃত্তের একটি দল গাছ কেটে নিয়ে যাচ্ছে, আমি সাথে সাথে আমার সেনাবাহিনীর একটি চৌকস দল ও পলিশের একটি চৌকস দল নিয়ে অভিযান চালায়।
আমরা সেনাবাহিনী বাংলাদেশের জনগনের জান মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে, এরকম অভিযান চলমান থাকবে। উক্ত অভিযানের উদ্ধারকৃত সরঞ্জামাদি শ্রীপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha