ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা র্যালি, পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২৫ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা র্যালি, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে সবার উপস্থিতিতে ৮.৩০ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে র্যালি ও পুষ্পস্তবক অর্পণ শেষে পরবর্তী অংশ আলোচনা সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম, (সহকারী পরিচালক, এইচআর) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুব হোসেন মিলন, পরিচালক।
এছাড়াও শাপলার প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ, জোনাল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, একাউন্টস অফিসারসহ সহযোগী সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিতিগণ আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস সম্পর্কে আলোচনা করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।