মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে
বৃহত্তর ফরিদপুরের মধুখালীতে অবস্থিত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ মনোনীত মনির-মিলন পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ১১টি পদে ৪০০ জন ভোটারের মধ্যে ৩৯২ ভোট প্রদান করেন। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন ফলাফল অনুযায়ী মনির- মিলন পরিষদ থেকে সভাপতি পদে ছাতা প্রতীকে মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জ্যেষ্ঠ সহ সভাপতি পদে আম প্রতীকে রেজাউল করিম, সহ-সভাপতি হাতুড়ি প্রতিকে দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে সাইকেল প্রতীকে মির্জা মাজহারুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম শেখ, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ তোজাম্মেল, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, দপ্তর সম্পাদক মিরাজ মোল্যা, সমাজকল্যাণ সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ১১টি পদের বিপরীতে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ ও শ্রমিক-কর্মচারী পরিষদ নামে দুটি প্যানেল ও সভাপতি পদের জন্য ফরিদ খাঁন একজন স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী ও কার্যকরী সদস্য ২৪ জন মোট ৩৯২ ভোটের মধ্যে সভাপতি পদে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের মোহাম্মদ মনিরুজ্জামান মনির ১৯১ ভোট পেয়ে বিজয়ী ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রমিক কর্মচারী পরিষদের শাহিন মিয়া পেয়েছেন ১৭৫ ভোট এবং স্বতন্ত্র ফরিদ খাঁন ২৫ ভোট, শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম মিলন ২১৪ ভোট পেয়ে বিজয়ী ও তার নিকটতম শ্রমিক কর্মচারী পরিষদের কাজল কুমার বসু পেয়েছেন ১৭৮ ভোট।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha