শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। এই সময় তার পাশে ছিলেন তার সহধর্মিনী।
উক্ত পিঠা উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্য নানা রকমের পিঠা তৈরি ও প্রদর্শন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস তাদের পিঠা তৈরি করে স্টলে সাজিয়ে রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে, উক্ত পিঠা উৎসবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেলড্র-এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম ও তার সহধর্মিনী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, উপজেলা প্রোগ্রামার বুলবুলি খাতুন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের সহধর্মিনী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।