আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৯:৪৩ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২০, ২০২৫, ৬:১৭ পি.এম
লালপুরে কালীমন্দির পরিদর্শ করলেন ভারতীয় হাই কমিশনার

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
ভারতীয় দূতাবাসের (রাজশাহী) সহকারি হাই কমিশনার মনোজ কুমার নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৩টার দিকে উপজেলার বুধপাড়ায় মন্দিরটি পরিদর্শন শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরিদর্শন বইয়ে মনোজ কুমার লেখেন, ‘এটা ছিল খুবই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা যে, মা কালীর আশীর্বাদে ও সৌভাগ্যক্রমে নাটোরের লালপুরে গ্রিনভ্যালি পার্কের নিকট অবস্থিত অত্যন্ত সুন্দর ও আশীর্বাদপূর্ণ কালীমাতা মন্দিরটি পরিদর্শন করতে পেরেছি।'
পরে তিনি শ্রী শ্রী কালীমাতা মন্দির ও গোবিন্দ বিগ্রহ কমিটি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলীদের খোঁজ খবর নেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্দির কমিটির সহ-সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, ভারতের সহকারি হাই কমিশনার মনোজ কুমার নাটোরের গুরুদাসপুর থেকে ফেরার পথে হঠাৎ করে এই মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের সার্বিক উন্নতিকল্পে সহযোগিতা করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে মন্দিরের সহ-সভাপতি গনেশ চন্দ্র দাশ, নিরীক্ষণ সম্পাদক আশীষ কুমার সুইট, মন্দির সেবায়েত সনাতন প্রভুসহ সনাতন ধর্মাবলীরা উপস্থিত ছিলেন। এ সময় নাটোর জেলা ও লালপুর থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha