মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন হওয়ায় বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে পাংশা শহরে আনন্দ র্যালী করেছে পাংশা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টায় পাংশা থানা মোড় থেকে শুরু করে বারেক মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাংশা টেম্পু স্ট্যান্ডে ফিরে আনন্দ র্যালী শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুরুল ইসলাম মনজু, নবগঠিত রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব মো. তুহিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম. জান্নাতুল ইসলাম, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম লিটু, রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন হোসেন, পাংশা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সাবু সরদার, যুগ্ম আহবায়ক মো.আলাউদ্দিন, মো. নুরুল ইসলাম, মো. রফিকুল ইসলামসহ পাংশা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ আনন্দ র্যালীতে অংশ নেয়।
আনন্দ র্যালীতে নেতাকর্মীরা রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন দেওয়ায় নেতৃবৃন্দকে শুভেচ্ছাসহ বিভিন্ন শ্লোগান দেয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।