ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের এম.কে. ডাঙ্গী গ্রামের সোহরাব হোসেন শিকদারের স্ত্রী রেহেনা বেগম (৫৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬ টায় ইন্তেকাল করেছেন।
করোনা আক্রান্ত উক্ত রুগী হোম কোয়ারেন্টটাইমে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে গত শুক্রবার তাকে জেলা শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাত্র একদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গৃহিনীর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ৫ জুলাই গৃহিনী রেহেনা বেগমের দেহে থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর করোনা ভাইরাস ধরা পড়ে।
এরপর করোনা আক্রান্ত ওই রুগীর শারীরীক অবস্থা দিন দিন অবনতি হতে থাকে এবং পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সূত্র জানায়, গতকাল পর্যন্ত উপজেলায় ১২৬ জন করোনা আক্রান্ত রুগী পাওয়া গেছে এবং এদের মধ্যে এক গৃহিনীর মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫