আজকের তারিখ : মে ৯, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৭:৩৩ পি.এম
জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক অ্যাথলেটিক ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার আল - আমীন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্রীড়া শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ১০ টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
খুবই আনন্দমুখর পরিবেশে এই অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বালিকাদের জন্য ৯টি ইভেন্ট ও বালকদের জন্য ৯টি ইভেন্ট সহ মোট ১৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামীণ খেলাধুলার মধ্যে ছিল জলডাঙ্গা, চকলেট মুখে দৌড়, মোরগ লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ। খুবই আনন্দমুখর পরিবেশে এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha