কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধানঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে ১৬ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যা ৬টায়, ইস্ট লন্ডনের দর্পন মিডিয়া সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর এক মনোজ্ঞ আলোচনা, আবৃত্তি ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও লেখক উদয় শংকর দুর্জয়ের সঞ্চালনায় দুই পর্বের
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনায় অংশ গ্রহণ করেন, লেখক ও প্রকাশক হামিদ মোহাম্মদ, লেখক ও গবেষক ফারুক আহমেদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী, এনায়েত সারোয়ার, কিটন সিকদার প্রমুখ ।
বিশেষ প্রবন্ধ পাঠ করেন ড.আজিজুল আম্বিয়া, স্বরচিত গল্পের অংশ বিশেষ পাঠ করেন কথাসাহিত্যিক সাগর রহমান। এরপর একে একে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি আতাউর রহমান মিলাদ, কবি ও নাট্যকার মুজিবুল হক মনি, কবি কাবেরী মুখার্জি, কবি আসমা মতিন, কবি ইমদাদুন খান, কবি সালমা বেগম, কবি শাহিন রশিদ। এরপর কবিতা আবৃত্তি করেন মীর আব্দুর রহমান।
দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সামছুল হক শাহআলম, কবি চৌধুরী শামসুদ্দিন কবি এম মোসাইদ খান সহ আরো অনেকে। উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি এ কে এম আব্দুল্লাহ, কামাল কাদের, রতন কর, দেব প্রসাদ দাস, এ কে এম চুন্নু, ক্ষুদে অতিথি হানা সহ আরো অনেকে
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha