মোঃ আসলাম ব্যাপারী, স্টাফ রিপোর্টার, ফরিদপুরঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে সোমবার দুপুরে দু’টি ইউনিয়নের অবৈধ ও ঝুঁকিপূর্ণ ট্রলি যানের উপর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে অবৈধ ও ঝুঁকিপূর্ণ যান অবাধে রাস্তায় চলাচলের দায়ে চারখানা মাটি টানা ট্রলি গাড়ীর কাছ থেকে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৬(৪) ধারা মতে ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ মোটরযানের উপর এসব জরিমানা ধার্য করা হয়। অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার এএসআই আহাদ, মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি ও পুলিশ কনস্টেবল।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার যত্রতত্র মাটি টানা অবৈধ ট্রলি যান চলাচল করে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ছিল এবং প্রধান সড়ক জুড়ে আনফিট ট্রলি যানগুলো চলাচলের কারনে উপজেলায় বিপন্ন পরিবেশ সৃষ্টি করছিল। তাই ওইদিন দুপুরে চরভদ্রাসন সদর ইউনিয়ন ও পার্শ্ববতী গাজীরটেক ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানে চারখানা মাটি টানা ট্রলি যান আটক করে প্রত্যককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমান আদালত। এরা হলো- উপজেলা সদর ইউনিয়নের সেন্টু আলী (২৭), মোঃ কবির খান (২৯), মোঃ ইব্রাহিম হোসেন (২৫) ও গাজীরটেক ইউনিয়নের আব্দুর রহিম (৩০)। এদের প্রত্যেকের কাছ থেকে জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয় বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha