মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবক (২৭) নিহত হয়েছেন। এ সময় সে দৃশ্য দেখতে গিয়ে ট্রেনের এক যাত্রী পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আজ সোমবার সকাল ৭ টার দিকে ফরিদপুর শহরের বাইতুল আমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা পথে এই দুর্ঘটনা ঘটে।
সে সময় ট্রেনের দরজা থেকে দুর্ঘটনাটি দেখতে গিয়ে পা পিছলে পড়ে আফিফ আল আবির নামের এক যুবক গুরুতর আহত হয়। এতে তার এক হাত ভেঙে যায় এবং শরীরে গুরুতর আঘাত লাগে। আহত আফিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় জানতে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111