আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) প্রত্যন্ত পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত ধামধুম গ্রামে সরকারি রাস্তার ধারের প্রায় অর্ধশতাধিক ছোট-বড় বিভিন্ন প্রজাতির তাজা গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। নির্বিচারে তাজা গাছ কাটার কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের মৃত হুমায়ন বিশ্বাসের পুত্র শফিকুল ইসলাম তার জমির উপর দিয়ে রাস্তা হওয়ার কারণে এসব গাছ তিনি নিজের দাবি করে কেটেছেন।
প্রত্যক্ষদর্শী জগদিশ, দিনেশ ও উপল কিস্কুসহ একাধিক ব্যক্তি জানান, তাজা গাছ কেটে পরিবেশের ক্ষতি করা অন্যায়। তারা বলেন, এর আগেও এরা রাস্তার ধারের গাছ কেটেছে এবং তাদের বিচার হয় না বলেই তারা গাছ কাটছে। তারা আরো বলেন, এর আগে শফিকুল ইসলামের ভাই তৌহিদুল রাস্তার পশ্চিম পারের অনেক গাছ কেটেছে।
এ বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, তার জায়গার ওপর দিয়ে রাস্তা হওয়ায় এবং এসব গাছ তার লাগানো, তাই তিনি কেটেছেন। তিনি বলেন, “তার লাগানো গাছ তিনি কাটছেন, এখানে আবার কার অনুমতি নিতে হবে?”
এ বিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, খবর পেয়ে এসও সাহেবকে সেখানে পাঠানো হয়েছে। তিনি বলেন, গাছ কাটার সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা করা হবে। বিএমডিএ'র এসও মোস্তফা বলেন, রাস্তার ধারের গাছ কাটার সত্যতা পাওয়া গেছে, এবং তিনি জানান, কাটা গাছগুলো নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫