স্টাফ রিপোর্টার, ফরিদপুরঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার গুনবহা তালতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল আহমেদ ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদের ছেলে। তাকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, শাকিল আহমেদকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে রোববার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111