মোঃ আসলাম ব্যাপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুরঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করে। এর আগে গত বছর ২৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও সামসুল আরেফিনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার দুই কৃতি সন্তান এ কমিটিতে স্থান পেয়েছে। মাহমুদুল্লাহ সাকিব ১৩-১৪ সেশনের, মোঃ নাজমুল হুসাইন ১৭-১৮ সেশনের শিক্ষার্থী। মাহমুদুল্লাহ সাকিব , পিতা আবুল কাশেম মোল্যা সদর ইউনিয়নের টিলার চর গ্ৰামের এবং মোঃ নাজমুল হুসাইন, পিতা সিরাজুল ইসলাম একই ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের কৃতি সন্তান।
আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ সাকিব বলেন, ১৩ ই ফেব্রুয়ারী ২০২৫ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি পূর্ণাঙ্গ করায় কেন্দ্রীয় নির্বাহী সংসদকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন রাজপথে লড়াই করা সবাইকে নিয়ে কমিটি দেয়া হয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দের তাদের প্রাপ্য স্থান দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সব গ্রুপের সবাইকে নিয়ে সুন্দর একটি কমিটি হয়েছে।
ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাজমুল হুসাইন জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে জায়গা পাওয়ায় কেন্দ্রীয় সংসদের কাছে আমি চির কৃতজ্ঞ। বিশেষ করে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীবান্ধব সকল ভালো কাজের সাথে নিজেকে অতীতে যেমন সম্পৃক্ত রেখেছি ভবিষ্যতেও রাখবো। পাশাপাশি দেশে আর কোনো স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটার বিরুদ্ধে আমৃত্যু লড়ে যাবো।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha