আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামরীতে পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় আইনি কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত ২৪ ঘন্টায়, শুক্রবার দিনগত রাতে উওজেলার পাথর ডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সামছুল হক এর পুত্র মোঃ শাহজাহান আলী (৫৫)। বঙ্গ সোনাহাট ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি মৃত নুর ইসলাম এর পুত্র , মো: জাহিদুল ইসলাম (৪৫) ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগ এর ধর্ম বিষয়ক সম্পিপাদক গোপালপুর (মেডিকেল মোড়) এর মোঃ আফসার আলীর পুত্র মোঃ জাহেদুল ইসলাম (৩৮)। উপজেলার পাইকডাঙ্গা এলাকার মোঃ রফিকুল ইসলাম এর পুত্র মোঃ শাহাবুল হোসাইন ওরফে তুর্জ (২২) কে গ্রেফতার করেন ভূরুঙ্গামারী থানা পুলিশ।
জানা যায়, এই অভিযান সরকারের আদিষ্ট পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫