আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৩:৩২ এ.এম || প্রকাশকাল : জুলাই ৮, ২০২১, ৮:৩৫ পি.এম
উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন মাগুরার জেলা প্রশাসক

মাগুরার মহম্মদপুর উপজেলা ভূমি অফিসের জরাজীর্ণ ভবন সংস্কারসহ নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেলে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আফাজ উদ্দীন, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী সুমন।
উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারীর তত্বাবধানে এই উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়।
অফিসের চত্বরে মুজিব চত্বর নির্মাণ, অভ্যান্তরীন সড়কও সীমানা প্রাচীর নির্মাণ, অফিস রুম সংস্কার, ডিজিটাল রেকর্ড রুম সংস্কার।
উদ্ধোধন শেষে সম্প্রতি আশ্রায়ণ প্রকল্পের পূর্নবাসিত জমি নেই, ঘর নেই এমন দরিদ্র অসহায় মানষের খোঁজ খবর নেন।
এছাড়া নির্মাণাধীন বাস টার্মিনাল এবং রাজা সীতারাম রায়ের কাচারি বাড়ির উন্নয়ন ও দোল মঞ্চের মাটি ভরাট কাজের অগ্রগতি পরিদর্শণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha