রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে লাইসেন্স বিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ভাটার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। আজ বিকেলে উপজেলার কাদিমচিলান ইউনিয়নে অনুমোদনহীন এমএমবি নামের ইটভাটায় অভিযান চালিয়ে এই নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেহেদী হাসান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় অনুমোদন ছাড়া ইট প্রস্তত, মাটি কাটা ও ইট পোড়ানোয় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে ইট ভাটার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
অভিযান চলাকালে ভাটার মালিককে পাওয়া যায়নি । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111