মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের মৃত আব্দুর রহমান এর মেয়ে বাক প্রতিবন্ধী জাহানারা বেগমকে ধর্ষণ করে যারা হত্যা করেছে তাদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও দৌলতপুর থানা ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা চত্বরে মানববন্ধন ও মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বর থেকে থানার সমনে থানার প্রধান ফটোক ঘেরাও করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, যূবদল নেতা জাফর ইকবাল কর্নেল, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আজিবর রহমান , কৃষকদল নেতা আজিজুল হক, দৌলতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মুকুল হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেত ফেরদৌস হোসেন, তানভীর আহম্মেদ বিজয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহম্মেদ, বিএনপি নেতা হাবিবুল্লাহ, সাহাবুল ইসলাম, ছিদ্দিকুর রহমান সহ হাজার হাজার এলাকাবাসী।
পরিবারের পক্ষ থেকে আরিফ হোসেন বলেন আমার ফুপু বাক প্রতিবন্ধী সে আর পাঁচ জন মানুষের মত চলাফেরা সংসারের কাজকাম সব করতো। আমার ফুপুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি অন্যান্য এ ধরনের ঘটনায় পুলিশ আসামিকে ধরে জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উন্মোচন করেছে।
কিন্তু আমাদের বেলায় ব্যতিক্রম প্রভাবশালীদের চাপে হয়তো প্রশাসন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। এটার সঠিক তদন্ত করে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার দাবি জানাচ্ছি। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha