ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধিঃ
সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, বিশ্বে ২৭টি দেশে গাউছিয়া কমিটির শাখা রয়েছে। প্রতিটি শাখার কর্মকাণ্ডই হচ্ছে গরীব অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো। এমনকি প্রবাসেও অসহায় মৃত ব্যক্তিদের লাশ দাফন কাফন ও দেশে পাঠাতেও মানবতার কল্যাণে এগিয়ে আসে এই সংগঠন। আগামীতেও মানবতার কল্যাণে কাজ করে যাবে গাউছিয়া কমিটি।
গত ৯ ফেব্রুয়ারি দুবাই ল্যান্ডমার্ক হোটেলে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. ওসমান আলী ও ফজলুল কাদেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএই গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ওমর গনি।
বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, দুবাই গাউছিয়া কমিটির প্রধান উপদেষ্টা মো. হারুন, ইউএই গাউছিয়া কমিটির উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন, অর্থ সম্পাদক তহিদুল করিম, সৈয়দ মোহাম্মদ আজিমউদ্দিন, মো. হাসান, মোহাম্মদ ওসমান, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক ওবাইদুল হক মানিক,আব্দুর রশিদ, রাশেদ দুলাল, সৈয়দ দিদারুল আজম প্রমুখ।
বক্তব্য রাখেন হাফেজ সিকান্দার আলম, মাওলানা হোসাইন আল কাদেরী, মাওলানা হাফেজ জালাল উদ্দিন, মাওলানা মোবারক আলী, ইয়াকুবসহ শাখা কমিটির নেতৃবৃন্দ। আলোচনা শেষে মাওলানা ফজলুল কবির চৌধুরীকে পুনরায় সভাপতি ও মাওলানা ওসমান জামীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। হাফেজ নুরুল বশরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। নাতে রাসুল শোনান মোহাম্মদ ওমর ফারুক।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha