মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২:৩০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানভীর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, ফরিদপুর ক্যাব এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন " আসন্ন পবিত্র মাহে রমজানের দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং এর উপর গুরুত্ব দেয়া হয়। তারা বলেন নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। এছাড়া খাদ্যদ্রব্যে কোনভাবেই ভেজাল এবং কৃত্রিম রং মেশানো যাবে না।
চিনি, ছোলা, খেজুর, কলা, কাঁচামরিচ লেবুর সহ ইফতারের উপকরণ গুলোর দিকে বিশেষ নজর দিতে হবে। একই সাথে বাজারে কোন ভাবে যেন কৃত্রিমভাবে সংকট সৃষ্টি না হয় সেদিকে নজর দিতে হবে।
অন্যায় ভাবে কোন ব্যবসায়ী দাম বাড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় ।
এছাড়া রমজান পরবর্তী সময়েও বাজার মনিটরিং ব্যবস্থা চালু রাখার দাবি করা হয়। ফল পাকাতে কোনভাবেই কার্বাইড ব্যবহার করা যাবে না। বাজারে বর্তমানে ভোজ্য তেলের যে সংকট সৃষ্টি হয়েছে তা সমাধানে দ্রুত পদক্ষেপের কথা তুলে ধরেন।
এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিতে টিসিবি এবং ও এমএসের দিকেও খেয়াল রাখার দাবি জানান ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha