মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরাতে আর্মি ক্যাম্পের ১৪ বীরের বিশেষ অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শালিখা থানার অন্তর্গত ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ি এলাকায় ইব্রাহিম কাজির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর অভিযানের সময় ইব্রাহিম কাজির ছেলে অস্ত্রসহ সন্ত্রাসী আল আমিন কাজী (৩৬) নামের একজন ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্রশস্ত্র সন্ধান হয়।
এরই সূত্র ধরে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং ভোর ৪ টা ১৫ মিনিটে বিএ-৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক ১৪ বীর এর নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্প, ১৪ বীর কর্তৃক উক্ত এলাকায় অস্ত্র অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলক অংশগ্রহণ করেন।
উক্ত অভিযানে একটি একনলা বন্দুক, এক রাউন্ড বন্দুকের তাজা বুলেট, একটি হকিস্টিক, ১৪ টি ধারালো অস্ত্র, দশটি স্টাম্প এবং চারটি ঢালসহ তিলখড়ি গ্রামের ইব্রাহিম কাজীর ছেলে আলামিন কাজী (৩৬) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। উক্ত আসামি আলামিন কাজীকে জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha