ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার মিরপুরে দিনের আলােয় সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা নগদ টাকা, জমির কাগজপত্র ও আসবাবসহ সবকিছু নিয়ে গেছে চোরেরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সাবেক ওই সার্জেন্টের নাম ফরহাদ হোসেন। তিনি সুলতানপুর গ্রামের মৃত খেদের আলীর ছেলে।
চুরির ঘটনাটি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
ফরহাদ হোসেন বলেন, অসুস্থতার কারণে বুধবার সকালে ডাক্তার দেখাতে হাসপাতালে গিয়েছিলাম। এ সময় বাড়িতে কেউ ছিল না। বিকালে বাড়ি ফিরে দেখি চোরেরা ঘরের সবকিছু নিয়ে গেছে।
তিনি বলেন, আমার ধারণা দুপুরের দিকে বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারিতে থাকা নগদ টাকা নিয়ে যায়। এ ছাড়া আলমারির জামাকাপড় এমনকি জমির কাগজপত্রও নিয়ে গেছে। কী পরিমাণ জিনিসপত্র খোয়া গেছে, তা সবকিছু যাচাই করলে পরে বোঝা যাবে।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha