অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
“শ্রী গুরু জয়, সত্য সেবা, নীতি ধর্ম জীবনের চারি কর্ম”- এই স্লোগানকে সামনে রেখে রাজাপুরে শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রী মদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এর স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে শ্রীগুরু সংঘ রাজাপুর উপজেলা শাখা সংঘের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ।
শোভাযাত্রায় শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম কাউখালির মহারাজ শ্রী শ্রী জগথানন্দ স্বরসতী, নির্বাহী সভাপতি অধ্যক্ষ নির্মল কর্মকার, সাধারণ সম্পাদক এ্যাড. রনঞ্জয় কৃষ্ণ দত্ত, রাজাপুর শ্রীগুরু সংঘের উপজেলা শাখার সভাপতি বাবু শ্যামল কর্মকার, সাধারণ সম্পাদক অনিল শীল, রাজাপুর পূজা উদযাপন পরিষদ রাজাপুর শাখার সভাপতি রতন দেবনাথ, সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, হিন্দুবৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা, হরিসভার সভাপতি প্রানবল্লব সাহা, শ্রীগুরু সঙ্ঘের যুগ্ম সম্পাদক সঞ্জয় কর্মকার, কোষাধক্ষ জয়দেব কর্মকারসহ অনেক কর্মী, শিষ্য, ভক্ত ও সকল সনাতন ধর্মাবলম্বী এতে উপস্থিত ছিলেন।
গুরু পূজা উপলক্ষে রাজাপুর কলেজ রোড এলাকায় শীলবাড়িতে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান ও দুপুরে অন্য প্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha