মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী পাংশা সরকারী কলেজে মঙ্গলবার (১১ ফেব্রæয়ারী) আনন্দঘন পরিবেশে দু’দিন ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ সম্পন্ন হয়েছে।
সমাপনীতে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা, নাটিকা পরিবেশন, কবিতা আবৃত্তি সহ নানা কর্মসূচিতে অংশ নেয়। বিকালে নৃত্য ও সংগীত পরিবেশনসহ মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাংশার আনন্দ নিকেতন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
সমাপনী অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন, পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. খলিলুর রহমান, পাংশা সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগের প্রধান শামীমা আক্তার মিনু, পাংশা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সামছুল আলম, আনন্দ নিকেতন সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিচালক বিশিষ্ট কণ্ঠ শিল্পী বর্ণালী দত্ত, পাংশা সরকারী কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আগের দিন ১০ ফেব্রুয়ারী “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে দু’দিন ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ কর্মসূচি শুরু হয়।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার আনুষ্ঠানিকভাবে তারুণ্যের উৎসব উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. শরিফুল ইসলাম, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন, পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. খলিলুর রহমান ও পাংশা সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান শামীমা আক্তার মিনু বক্তব্য রাখেন।
পাংশা সরকারী কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে কলেজ প্রাঙ্গনে ২১টি উদ্ভাবনী স্টল বসে। কর্মসূচি ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha