ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা মডেল একাডেমী স্কুলের ২ দিনব্যাপী পিঠা উৎসব ও বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য, মেজর সোহেল রানা মিলন পিএসসি বলেছেন, আবহমান গ্রাম বাংলার চিরাচরিত ঐতিহ্যের সাথে মিশে আছে পিঠা পুলি ও বই উৎসব। মায়েরা যখন পিঠা তৈরী করতো, তখন আনন্দের সাথে আমরা সে গুলো আনন্দেচিত্তে খাওয়া দাওয়া করতাম। তিনি বলেন, গ্রাম বাংলার এই সব ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের আরো বেশি বেশি পিঠা পুলি উৎসবের আয়োজন করা দরকার। নতুন প্রজন্ম কে পরিচয় করিয়ে দিতে হবে আমাদের এই এতিহ্য’র সাথে। তিনি গতকাল বুধবার সকালে আল হেরা একাডেমীর ২ দিন ব্যাপী পিঠা উৎসব ও বই মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বাংলা একাডেমীর জীবন সদস্য, বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব আলহাজ্ব হাসানুজ্জামান খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হাসানুজ্জামান খসরু’র কন্যা ডাঃ ফাতেমা হাসান ঐশি, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল প্রমুখ।
পরে লাল ফিতা কেটে প্রধান অতিথি ২ দিনব্যাপী বই মেলা এবং পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় তিনি প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বিশাল আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha