মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুরে মো. আতর লস্কার (৭০) নামের এক কৃষক হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে কালক্ষেপণ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আতর লস্কার উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুড়া গ্রামের যদন লস্কারের ছেলে।
আজ (বুধবার) দুপুরে উপজেলার কানুটিয়া বাজারস্থ মহম্মদপুর- মাগুরা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নিহত আতর লস্কারের ছেলে উজ্জ্বল, স্ত্রী কোহিনুর, স্বজন রাসেল সহ স্থানীয় শতাধিক স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নিহতের স্ত্রী কোহিনুর ও ছেলে উজ্জ্বল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ২০২২ সালের ৪ অক্টোবরে কানুটিয়া বাজার থেকে কুপিয়ে হত্যা করে । তিনি নিরিহ প্রকৃতির মানুষ ছিলেন। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধের জেরে তার বাবাকে দিনের বেলা কানুটিয়া কাঁচা বাজারের মধ্যে শত মানুষের ভীড়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল।
কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও অদৃশ্য শক্তির কারনে মামলার তদন্ত প্রতিবেদন এখনও দিচ্ছে না পুলিশ। আমরা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়ার জন্য অনুরোধ করছি এবং মামলার আসামীদের বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান বলেন, মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha