মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে গুরুতর আহতদের আর্থিক সহায়তা দেয়া হয়।
জুলাই গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে আলোচনা সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহম্মদ কামরুল হাসান মোল্যা, সিভিল সার্জন মাহমুদুল হাসান।
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানকে সামনে রেখে জুলাই গণ অভ্যুত্থানে জেলার ১০ জন গুরুতর আহত ছাত্র-জনতার সদস্যকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে ফরিদপুর জেলায় ৭ জন শহীদ এবং ১৪৭ জন আহতের তালিকা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫