ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধিঃ
সিলেটের বিয়ানীবাজার থানার দুভাগ গ্রামের মফিজুর রহমান, প্রতিবন্ধী শরীর নিয়ে পারিবারিক দূরাবস্থা নিরসনের লক্ষ্যেই পঁচিশ বছর আগে দুবাইয়ের পথে পাড়ি দেয়, যাত্রাপথেই প্রথম বাঁধার মুখে পড়ে যায় কর্তৃপক্ষের সন্দেহের চোখে, জর্জরিত হতে হয় নানা প্রশ্নের। এই পঙ্গু শরীরে আপনি কি কাজ করতে আসছেন। আপনি কি কর্মক্ষম?,নাকি ভিক্ষা করতে আসছেন? আরো কতো প্রশ্ন।
পঙ্গু মফিজুর রহমান তার পঙ্গুত্বের কাছে হার না মেনে প্রতিটি প্রশ্নের আন্তরিক সদুত্তরের মাধ্যমে সক্ষম হন ভিনদেশের মাটিতে নিজের ইচ্ছে শক্তির প্রতিফলন বাস্তবায়ন করতে। সেই থেকে আজ অবধি সততার সাথে মাত্র বাংলাদেশের ত্রিশ হাজার টাকা বেতনে আমিরাতের উম্মুল কাইয়ুম শহরে "ডানা মোটরস্" নামক একটি মরুর পাখি মোটরস্ সাইকেল কোম্পানিতে কর্মরত আছেন।
তাঁর সাক্ষাৎ নিতে গিয়ে দেখা যায় সাদামাটা মানুষটি দূ'পা খুড়িয়ে খুড়িয়ে অনেক কষ্টে তাঁর চেয়ারে গিয়ে বসলো, তাঁর জীবন নিয়ে প্রশ্ন করতেই চোখের কোণের নোনা জ্বল লুকাতে ব্যাস্ত হয়ে পড়ে নিচু স্বরে বলে ত্রিশ হাজার টাকায় সৎভাবে সংসার চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তাঁর সংসারে আছে স্ত্রী দুই মেয়ে এক ছেলে, ছেলে ও দুই মেয়েকেই ভালোভাবে পড়াশোনা করাচ্ছি, সততার আয়ে আল্লাহর রহমতে বরকতময় আমার সংসার সুন্দরভাবে চলে যাচ্ছে।
তিনি আকুতি করে বলেন, এই প্রবাসে দেখছি অতি লোভে বেশি ইনকামের নেশায় ধৈর্যহীন হয়ে কিছু প্রবাসী বেকার হয়ে পড়ে পরবর্তী সময়ে নানান প্রকার অপরাধে জড়িয়ে পড়ে, তাতে দেশের সুনাম নষ্ট হয়, এ প্রবনতা ধমন করতে সরকারের সহযোগিতার উদ্যোগ নেওয়া উচিত তবে আমি আমার মালিক মজিবুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তিনি আমার পঙ্গুত্বের কথা শুনে ঐ দেশে ভিসা ও কাজে সমস্যার হওয়ার কথা জানা সত্বেও আমাকে সহায়তা করেন
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha