রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মতিউর রহমান মতি মেম্বার (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারি ২০২৫) ভোর রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউপির বেড়িলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মতিউর রহমান একই গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি দুড়দুড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ প্রতিরোধ আইনে তাকে গ্রেফতার করে দুপুরে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।