মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু। তিনি দেশ মাতৃকার বিশ্ব শান্তি কামনায় ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে সুনীল দাসের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ মঙ্গলবার এ কথা বলেন ।
আজ মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত অষ্টকালীন গান পরিবেশন করেন দেশের বিখ্যাত অষ্টকালিন শিল্পি অমল ব্যানার্জি, তৃষ্ণা দেবনাথ ও গোপেশ মোহন্ত।
এসময় তিনি আরো বলেন বলেন, এখানে আমরা সব ধর্মের মানুষ এক সঙ্গে মিলেমিশে বসবাস করবো এটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।
কোন অপশক্তি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না।
তিনি বলেন, আবহমান কাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।
উল্লেখ করা যেতে পারে গত শনিবার রাত থেকে শুরু হওয়া ফরিদপুরের বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান বুধবার ভোগ দানের মধ্য দিয়ে শেষ হবে। অনুষ্ঠানে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম, অষ্টকালীন গান, রামায়ণ গান ছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।
উক্ত ৫দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে দেশ ও বিদেশী ভক্তবৃন্দ গান শুনতে আসেন এবং মহাপ্রসাদ গ্রহন করেন। এছাড়া গত ১২৭ বছর যাবত ফরিদপুরের চাদঁপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই বৃহৎ ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha