মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে ছাড়াতে না পেরে পুলিশকে হুমকি দিয়ে পেটালো স্বেচ্ছাসেবক দলের নেতা জজ মিয়া। ওই সময় শিবপুর থানা পুলিশ জজ মিয়াকে আটক করে। গত (১০ ফেব্রুয়ারি) সোমবার রাতে শিবপুর থানার ভিতরে এই ঘটনা ঘটে।
শিবপুর উপজেলার পুবের গাঁও এলাকার মজি মিয়ার ছেলে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এই আবিদ হাছান জজ মিয়া।
থানা সূত্রে জানা যায়, সে নিজেকে শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পরিচয় দিয়ে হুমকি দেয়। পরে তার কথামতো কাজ না করলে পুলিশকে পেটায়।
এলাকাবাসী জানান, আটককৃত জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিব বানিয়েছে। এরপর থেকেই তার সন্ত্রাসী কার্যকলাপ আরো বেড়ে যায়। এই নেতার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তারা।
শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামী নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এই খবর পেয়ে সোমবার রাত ১০ টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া।
থানায় উপস্থিত হয়েই হাজত খানায় নাদিমের সাথে দেখা করতে যেতে চায়। এ সময় কর্তব্যরত কনস্টেবল সবুজ মিয়া তাকে বাঁধা দেয়। পরে সে ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে এলোপাথাড়ি কিল ঘুসি ও লাথি মারতে থাকে। মুহূর্তেই উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজত খানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে।
এ সময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরো উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে জজ মিয়া বলে এই থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতেও হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না। এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেয়ার জন্যও হুমকি দেয়। পরে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় আহত কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা করেন। মামলা নং-১১/২৫ ধারা ১৮৬/১৮৯/ ৩৩২ /৩৫৩ পেনাল কোড।
শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাঁধা দেয়ায় তার বিরুদ্ধে আহত কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছে। এজাহারের প্রেক্ষিতে আসামিকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha