ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ
আজ কুষ্টিয়ার ছয় উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ১১ জনকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে দুই দিনে ২৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে রবিবার রাত থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত মােট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস ) ফয়সাল মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারের সংখ্যা আরো বাড়তে পারে। এর আগে, গত শনিবার রাত থেকে গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত কুষ্টিয়া জেলা জুড়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশ জানায়, রবিবার রাত থেকে আজ সােমবার রাত ১০টা পর্যন্ত কুষ্টিয়ার ছয় উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ১১ জনকে গ্রেফতার করা হয়। জেলার মিরপুর থানা পুলিশ চারটি রামদা, ১২টি বাঁশের লাঠি, ছয়টি রডের টুকরা ও আধা বস্তা ইটের টুকরাসহ আওয়ামী লীগের ৫ নেতাকে আটক করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha