আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি
ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার দুপুর ১২টায় ফিলোন টাওয়ার-২ এ অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা করা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকর্তা মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এসএম ফখরুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা হোসেন শহীদ। প্রধান আলোচক ছিলেন উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামী, বাগাতিপাড়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোঃ শফিউল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় পরিষদের ব্যাংকিং ও বেসরকারী উন্নয়ন খাত বিষয়ক সহকারী সম্পাদক এএসএম মোকাররেবুর রহমান নাসিম, বিএনপি’র উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক হায়দার রশীদ, বাগাতিপাড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বক্কর সিদ্দিক। এছাড়াও জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুধীজন ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সমিতির বিগত ১৪ বছরের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও সমবায়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ফিলোন সমিতি ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত হওয়ায় এটি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সমিতির ব্যবস্থাপক আব্দুল মজিদ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha