মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী জেলার পাংশা রেলওয়ে স্টেশন চত্বরে রবিবার (৯ফেব্রুয়ারী) বিকালে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ কমরেড তারু, রাজা ও খাইরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
মো. ইয়াকুব আলী মল্লিকের সভাপতিত্বে এবং শরিফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি রবিউল আলম মিনু বক্তব্য রাখেন।
কৃষক নেতা চুন্নু মোল্লা, আনিস, ডিটলু চৌধুরী, জাহিদ, শফিকুল ইসলাম, শুকুর আলী, মজিদ, হালিম, সিয়াম ও জিন্দার প্রমূখ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাংগঠনিক কর্মকান্ড জোরদার করণের লক্ষ্যে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির পাংশা উপজেলা শাখার ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে রয়েছেন, আহবায়ক- মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক- মো. ইয়াকুব আলী মল্লিক ও মো. হালিম বিশ্বাস, সদস্য- শুকুর আলী শেখ, আপন মন্ডল, ওহাব শেখ, মাহতাব আলী মন্ডল, সাগর মিয়া, শরিফুল ইসলাম, ইসমাইল হোসেন ও রতন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha