এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারীতে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নে অবস্থিত মোহনপুর-শিবানন্দপুর মডেল মাদরাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে গ্রামবাসীকে বাড়তি আনন্দ দিতে এ লাঠি খেলার আয়োজন করা হয়।
এ লাঠি খেলা দেখতে মাদরাসা মাঠের চারপাশ ঘিরে ছিল দূর-দূরান্ত থেকে আসা সাধারণ নারী, পুরুষ, কিশোর, কিশোরী, বয়োবৃদ্ধ এবং নানা শ্রেণী-পেশার মানুষ। এ সময় মাদরাসা মাঠ যেন আনন্দে উল্লাসে ভরে উঠেছিল। হারিয়ে যাওয়া এই সাংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে মাদরাসা কর্তৃপক্ষ এই ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক সুমন রাফী। অত্র মাদরাসার সভাপতি আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুমন খাঁন, অত্র মাদরাসার প্রধান শিক্ষক কবির মোল্যা, শিক্ষক আল আমিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha