মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে ভারত ভূ-খন্ডে ৭জন বাংলাদেশী নাগরিক বিএসএফ’র হাতে আটক হয়েছে। এরা অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করে কেরালা রাজ্যে কাজ শেষে একইভাবে ভারতীয় দালালচক্রের মাধ্যমে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ’র হাতে আটক হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করেছে বিএসএফ।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ছাতার মন্ডলের ছেলে স্বপন, রামকৃষ্ণপুর এলাকার শমসের মন্ডলের ছেলে হামিদুল ইসলাম, ভাগজোত কাষ্টমমোড় এলাকার মনিরুলের ছেলে রনি, জিন্দার আলীর ছেলে লিটন হোসেন, মোজাম হোসেনের ছেলে মহাবুল, প্রাগপুর ইউনিয়নের জয়পুর এলাকার আব্বাস আলীর ছেলে রতন ।
এবং ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামসেদ বিশ্বাসের ছেলে জালাল উদ্দিন বৃহস্পতিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী ও মুধুগাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল।
এসময় ভারতের বাউশমারী ও মুধুগাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। এসময় ৩জন ভারতীয় নাগরিকও আটক হয় বলে ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়। আটক ভারতীয় দালালচক্র বাংলাদেশী নাগরিকদের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে পাচারে সহায়তা করছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পরে ভারতীয় ৩ নাগরিকসহ আটক বাংলাদেশী নাগরিকদের ভারতের জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে বিএসএফ। আজ শুক্রবার জলঙ্গি থানার পুলিশ ৭দিনের রিমান্ড চেয়ে তাদের বহরমপুর আদালতে সোপর্দ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha