আজকের তারিখ : জুলাই ৪, ২০২৫, ৩:৫৯ এ.এম || প্রকাশকাল : জুলাই ৮, ২০২১, ১০:৫১ পি.এম
করোনায় আক্রান্ত সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। তিনি রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
বীরেন শিকদারের ভাই বিমলেন্দু শিকদার জানান, শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে কভিড-১৯ করোনা টেস্ট করান তিনি।
রাতেই ফল পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বুধবার সিএমএইচে ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা শঙ্কামুক্ত।বীরেন শিকদারের জন্ম ১৯৪৯ সালের ১৬ অক্টোবর মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং ১২ জানুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
বীরেন শিকদার ১৯৮৫ সালে শালিখা উপজেলার চেয়ারম্যান এবং ১৯৯৬, ২০০৮, ২০১৮ সালে জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন।
এছাড়া বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha