এফ. এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কাজীর বল্লভদি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সে ওই গ্রামের মৃত খন্দকার শামসুর রহমান আলী মিয়ার ছেলে ও সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। যার সালথা থানার মামলা নং- ১১২/২৪।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে বল্লভদি গ্রামের নিজ বাড়ি থেকে শাহীন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুটি দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। দুপুর দেড়টার দিকে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫