কাজী নূর, যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টেরিটরি ম্যানেজারের ওপর হামলা চালিয়ে মাথা ফাঁটিয়ে দিয়েছে ওই অফিসের ডিপো ইনচার্জ। পরে গুরুতর আহত অবস্থায় টেরিটরি ম্যানেজারকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহরের লোন অফিস পাড়ার ডিপো অফিসে হামলার এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত শেখ আফজাল হোসাইন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখ নিজাম আলীর ছেলে। বর্তমানে তিনি শহরের বাগমারা রোডের ভাড়াটিয়া।
আহত আফজাল হোসাইন জানান, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস যশোর ডিপো অফিসের ইনচার্জ মুকুল হোসেন রিপন। তার বাড়ি শহরতলীর শেখহাটি বাবলাতলায়। স্থানীয় হওয়ার সুবাদে তিনি গায়ের জোর খাটিয়ে অফিসকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগও রয়েছে।
তিনি (আফজাল হোসাইন) টেরিটরি ম্যানেজার হিসেবে আসার পর থেকে তার সকল চুরি ও দুর্নীতিতে বাধা দেন। অনৈতিক কাজে বাঁধা পাওয়ায় মুকুল হোসেন রিপন বিভিন্ন রকম আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে। এর ফলে দীর্ঘদিন ধরে রিপন তাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রিপন লোহার রড দিয়ে আফজাল হোসাইনের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যান। পরে ডিপো অফিসের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আফজাল হোসাইন হাসপাতালের পুরুষ ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, এর আগেও রিপন আমার হাতে আঘাত করে। এ বিষয়ে আমি হেড অফিসে তার বিরুদ্ধে অভিযোগ করি। যে কারনে রিপন আমার উপর ক্ষিপ্ত ছিল। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে প্রাথমিক অভিযোগে যাওয়া কোতোয়ালি থানার এ এস আই মিনারা আলম বলেন, আমরা ফোনে অভিযোগ পেয়ে ওই অফিসে গিয়েছিলাম। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha