ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে গড়ে ওঠা ৪ টি ইট ভাটা মালিকদের নিকট থেকে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৫ই ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বাহিরচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান এই অভিযানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার বৈধ কাগজপত্র নেই, সেই ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশ সদস্যসহ র্যাপিড এ্যাককশন ব্যাটালিয়ন (র্যাব) উপস্থিত ছিলেন।
অভিযানে খুলনা বিভাগীয় কার্যালয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান ছাড়াও ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। উপজেলার বাহিরচর ইউনিয়নের ফোর স্টার ব্রিকসকে ৮০ হাজার টাকা, এমএসএস ব্রিকসকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, এমআরএম ব্রিকসকে ১ লক্ষ টাকা, কেএন্ডবি ব্রিকসকে ১ লক্ষ ৫০ হাজার জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান বলেন, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৪ ভাটা মালিককে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার সহ কর্মকর্তা-কর্মচারীগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha