মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে রাজমিস্ত্রী আবুল বাশারকে প্রকাশেই ছুরি দিয়ে কুপিয়ে নিহতের ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধণে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন। এলাকার স্থানীয় সাধারণ জনতা এ আয়োজন করেন।
এসময় মানববন্ধণ কর্মসূচিতে বক্তব্য রাখেন পূর্বে হত্যাকারী নাজমুলের আক্রমনের শিকার কালাম মৃধা, নিহত আবুল বাশারের মা দিলু বেগম, স্ত্রী আসমা আক্তার, বড় ছেলে আমিনুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, হত্যাকারী নাজমুল ইসলাম এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী। বিগত দিনে এলাকায় নাজমুলের থেকে অনেকেই আক্রমনের শিকার হয়েছে। প্রকাশের আবুল বাশারকে ছুরি দিয়ে কুপিয়ে নিহত করেছে। এটা সবার কাছে পানির মতো পরিস্কার তাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। সেই সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতসহ নাজমুলের মদোতদাতাদের বিচারের আওতায় আনার দাবি করেন বক্তারা।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, মামলার প্রধান আসামি নাজমুলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিকের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha